আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনে ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একইসাথে বিভিন্ন কারণে ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া বেশির ভাগই স্বতন্ত্র প্রার্থী।
শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এদিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই যাচাই বাছাই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: রায়হান কবির বলেন, নারায়ণগঞ্জের পাঁচটি আসনে ৫৬ জন প্রার্থী ৫৭টি আবেদন দাখিল করেছিলেন। তাদের মধ্যে যাচাই বাছাই শেষে আমরা মোট বৈধ আবেদন পেয়েছি ৩৬টি। এরমধ্যে বাতিলযোগ্য বা অবৈধ আবেদন পেয়েছি ১৬টি এবং চারটি স্থগিত আছে। এই চারটি সিদ্ধান্ত বিকেলের মধ্যে জানানো হবে।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৮ প্রার্থী। তাদের মধ্যে ৬ জনের মনোনয়ন আবেদন বৈধ ঘোষণা করা হয়েছে এবং বাকি ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন- মোহাম্মদ দুলাল (স্বতন্ত্র); তার ১ পার্সেন্ট ভোটারের স্বাক্ষরের সত্যতা পাওয়া যায়নি এবং মনিরুজ্জামান চন্দন (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি); তার হলফনামায় স্বাক্ষর নেই।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১০ প্রার্থী। তাদের মধ্যে ৩ জনের মনোনয়ন আবেদন বৈধ ঘোষণা করা হয়েছে। ৩ জনের মনোনয়ন আবেদন অবৈধ এবং বাকি ৩ জনের মনোনয়ন আবেদন স্থগিত করা হয়েছে।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন- আবু হানিফ হৃদয় (বাংলাদেশ রিপাবলিকান পার্টি); তিনি ঋণখেলাপী, মিনহাজুর রহমান (স্বতন্ত্র) এবং আব্দুল আউয়াল (স্বতন্ত্র)। তাদের ১ পার্সেন্ট ভোটারের স্বাক্ষরের সত্যতা পাওয়া যায়নি ও মাওলানা মো: হাবিবুল্লাহ (ইসলামী আন্দোলন); তার হলফনামা সঠিক নয়।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ প্রার্থী। তাদের মধ্যে ১০ জনের মনোনয়ন আবেদন বৈধ ঘোষণা করা হয়েছে। একজনের মনোনয়ন আবেদন অবৈধ ঘোষণা করা হয়েছে। তিনি হলেন- অধ্যাপক রেজাউল করিম (স্বতন্ত্র); তার হলফনামা অসম্পূর্ণ।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে মনোনয়নপত্র জমা দেয় ১৫ প্রার্থী। তাদের মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ৫ জনের মনোনয়ন আবেদন অবৈধ এবং স্থগিত হয়েছে ১ জনের।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন- মো: আরিফ ভূঁইয়া (গণঅধিকার পরিষদ) অসম্পূর্ণ হলফনামা, ছালাউদ্দিন খোকা (জাতীয় পার্টি) গ্যাসবিল বকেয়া, ফাতেমা মনির তার ১ পার্সেন্ট ভোটারের স্বাক্ষর নেই, ইকবাল হোসেন (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি) ও মো: সেলিম আহমেদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি); তাদের হলফনামা অসম্পূর্ণ।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে ১২ প্রার্থী। তাদের মধ্যে ৮ জনের মনোনয়ন আবেদন বৈধ ঘোষণা করা হয়েছে। ৪ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন- মাকসুদ হোসেন (স্বতন্ত্র); তার হোল্ডিং ট্যাক্স বাকি, নাহিদ হোসেন (গণঅধিকার পরিষদ) অসম্পূর্ণ হলফনামা। সেইসাথে সাখাওয়াত হোসেন খান এবং আবু জাফর আহমেদ বাবুলের দলীয় মনোনয়ন না থাকায় বাতিল করা হয়েছে। তবে তারা দুজনই মনোনয়নপত্র প্রত্যাহার করে নিবেন বলে জানিয়েছেন।



