দেশে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হাউজিং, হিরাঝিলসহ আদমজী এলাকায় কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার রাজউক ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইআইবি)-সহ বিশেষজ্ঞ প্রকৌশলীদের একটি প্রতিনিধি দল এসব ভবন পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় তিনটি হেলে পড়া ভবনসহ মোট ছয়টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয় এবং প্রতিটি ভবনে সাইনবোর্ড ঝুঁলিয়ে দেয়া হয়। ভবনের মালিকদের নির্দেশ দেয়া হয়েছে বাসিন্দাদের দ্রুত সরিয়ে নেয়ার জন্য।
আইআইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এ টি এম তানভীরুল হাসান তমাল জানান, ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ফাউন্ডেশন যথেষ্ট শক্তিশালী না থাকায় সয়েল সেটেলমেন্টের কারণে টল্টিং হয়েছে। তবে ভেতরের স্ট্রাকচারে কোনো ফাটল দেখা যায়নি। ভবনগুলো নির্মাণের সময় গভীর পাইলিং করা হয়নি, যার ফলে দুর্বল অংশ হেলে পড়েছে।
রাজউক নারায়ণগঞ্জ জোন-৮-এর অথোরাইজড অফিসার প্রকৌশলী রংগন মন্ডল বলেন, ‘পরিদর্শনে দেখা গেছে তিনটি ভবন পাশের তিনটি ভবনের ওপর হেলে পড়েছে। তাই মোট ছয়টি ভবন ঝুঁকিপূর্ণ। যতক্ষণ পর্যন্ত নিরাপদ বিবেচিত হবে না, এই ভবনগুলো ব্যবহার করা যাবে না।’
তিনি আরো জানান, মালিক ও বাসিন্দারা ইতোমধ্যে অনেক ভবন খালি করতে শুরু করেছেন। ভবনগুলো খালি হওয়ার পর পুনঃপরীক্ষা ও প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।



