কিশোরগঞ্জের কটিয়াদীতে সংঘাত সৃষ্টি ও দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছাত্রদল নেতা হত্যাকারী দুই নেতাকে বহিষ্কার করেছে কিশোরগঞ্জ জেলা বিএনপি।
অভিযুক্ত দুই নেতা হলেন, কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল ও উপজেলার চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম সেবক।
সোমবার (২৪ মার্চ) বিকেলে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরিফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের অনুমতিক্রমে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল ও উপজেলার চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম সেবককে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি বার্তা পাঠান।
উল্লেখ্য যে, গত শনিবার কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের অভিযোগের তদন্তের সময় অতর্কিত হামলার ঘটনায় চাতল গ্রামের আরব আলী খাঁ’র ছেলে মালদ্বীপ প্রবাসী আশিক খাঁ (২৩) নামে এক ছাত্রদল নেতা নিহত হন এবং ঢাকা শিক্ষা বোর্ডের দুই কর্মকর্তা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত হোসেনসহ ১০ জন আহত হন।
এ ঘটনায় আশিকুজ্জামান নজরুল ও রিয়াজুল ইসলাম সেবককে তাদের দলীয় পদ থেকে বহিষ্কার এবং তাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নিহত আশিকের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে নিহতের স্বজন ও ছাত্রদলের সমর্থকরা।
রোববার নিহত আশিক খাঁর মা রিতা আক্তার বাদী হয়ে অ্যাডভোকেট আশিকুজ্জামান নজরুল, অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম সেবক ও অ্যাডভোকেট আলী হায়দার বাবলুসহ ২৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ অ্যাডভোকেট আলী হায়দার বাবলু ও আব্দুল হান্নানকে আটক করে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করে।



