‘আমি আর তুমাক গাইল দিবল্যা, কিছু কবল্যা, বাড়িত ফিরি আইসো রে। তুমার লাইগি বাড়ির সুবাই কানতিছে রে’, এভাবেই হারিয়ে যাওয়া বৃদ্ধ স্বামীকে ফিরে পেতে বিলাপ করছিলেন স্ত্রী রহিমা বেগম (৭৫)।
নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের শাহাপুর গ্রামের মরহুম দেছের ফকিরের ছেলে হারান আলী ফকির (৯০)। গত ২৬ এপ্রিল স্ত্রীর ওপর অভিমান করে বাড়িছাড়া হন স্বামী হারান ফকির। তবে বাড়ি ছাড়ার আট দিন অতিবাহিত হলেও তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে দুঃশ্চিন্তায় দিন কাটছে তার পরিবার ও আত্মীয়স্বজনের। এদিকে তাকে খুঁজে পেতে থানায় জিডি করেছেন ছেলে।
হারান ফকিরের ছোট ছেলে রুবেল আহমেদ বলেন, ‘বাবা ৯০ বছর বয়সেও সুস্থ আছেন। মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যান তিনি। এর আগে অভিমান করে বাড়ির বাইরে গেলেও চলে আসতেন। কিন্তু এবার আট দিন অতিবাহিত হলেও তাকে খুঁজে না পেয়ে থানায় জিডি করেছি।’
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা (ওসি) মো: আসমাউল হক বলেন, বৃদ্ধ হারান আলীকে খুঁজে পেতে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।