ঈদগাঁওতে ইউপি চেয়ারম্যান রফিক গ্রেফতার

স্থানীয়রা জানায়, রফিক আহমদ নির্বাচনী সহিংসতা ও হত্যাসহ একাধিক মামলার আসামি।

ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা

Location :

Eidgaon
রফিক আহমদ
রফিক আহমদ |নয়া দিগন্ত

কক্সবাজারের ঈদগাঁওতে আওয়ামী লীগ নেতা ও পোকখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিক আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ আগস্ট) ভোর রাতে বিশেষ অভিযানে পোকখালীর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানায়, রফিক আহমদ নির্বাচনী সহিংসতা ও হত্যাসহ একাধিক মামলার আসামি। ২০১১ সালে ইউপি নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত হন তার আপন চাচা মৌলানা সামশুল আলম। এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলার প্রধান আসামি তিনি। এছাড়াও ২০২৪ সালের এপ্রিলে ইউপি নির্বাচনের দিন তার অনুসারীরা পুলিশের উপর হামলা করলে তার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। রফিক আহমদ পলাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু তালেবের অনুসারী হিসেবে এক দশক যাবত ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে আসীন ছিলেন। জুলাই বিপ্লবের পর এক বছর ধরে অজ্ঞাত কারণে চেয়ারম্যান পদে বহাল তবিয়তে আছেন তিনি।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মছিউর রহমান বলেন, কক্সবাজার সদর মডেল থানায় দায়েরকৃত জুলাই বিপ্লবকালীন সহিংসতা মামলার আসামি হিসেবে রফিক আহমদকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।