প্রতিপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত কুমিল্লার মুরাদনগর উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তারকে দেখতে হাসপাতালে গেছেন কুমিল্লা-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে নেতাকর্মীদের নিয়ে দ্রুত কুমিল্লা আকন্দ জেনারেল হাসপাতালে ছুটে যান কায়কোবাদ।
সাবেক এমপি কায়কোবাদ মহিলা দল কাজী তাহমিনা আক্তারের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং হাসপাতালের চিকিৎসকদের সাথে তার চিকিৎসার ব্যাপারে কথা বলেন। কর্মীর প্রতি এমন নজিরবিহীন ভালোবাসায় মুরাদনগর উপজেলার মানুষের প্রশংসায় ভাসছেন তিনি।
বিএনপি নেতাকর্মী ও স্থানীয়রা বলেন, কায়কোবাদ মুরাদনগরের মাটি ও মানুষের নেতা। মুরাদনগরের মানুষের আস্থা ও ভালোবাসার এক নাম। তিনি শুধু কর্মী নয়, যেকোনো মানুষের সমস্যার কথা শুনলেই তিনি ছুটে যান। সকল মানুষের পাশে গিয়ে দাঁড়ান। ষড়যন্ত্র করে তার জনপ্রিয়তা কখনো দমিয়ে রাখা যায়নি, কখনো দমিয়ে রাখতে পারবেও না।
উল্লেখ্য রোববার সকালে উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে যান উপজেলা মহিলা দল সভাপতি। এ সময় পরিকল্পিতভাবে মোটরসাইকেল উঠিয়ে দিয়ে মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তারকে গুরুতর আহত করেন আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের ঘনিষ্ঠ সহচর সাজ্জাদ হোসেন। পরে গুরুতর আহত তাহমিনা আক্তারকে নেতাকর্মীরা উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা আকন্দ জেনারেল হাসপাতালে ভর্তি করান।



