বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন বলেছেন, ‘জুলাই বিপ্লবে সর্বস্তরের ছাত্রজনতা সর্বাত্মক আন্দোলন করেছেন। এই আন্দোলনে শ্রমিক ভাইবোনদের ভূমিকা ছিল ব্যাপক। বিপুল সংখ্যক শ্রমিক এই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন। পঙ্গুত্বসহ আহত হয়েছেন অসংখ্য শ্রমিক। তাদের আত্মত্যাগের বিনিময়েই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাদের নাম ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’
বুধবার (১১ জুন) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার খোঁচাবাড়ি বি-আখড়া বালিকা বিদ্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঠাকুরগাঁও সদর উপজেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দেলাওয়ার হোসেন বলেন, ‘ঢাকাসহ সারাদেশে যত মানুষ শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের মধ্যে শ্রমিকদের সংখ্যাই বেশি। তার মানে বুঝা যায় শ্রমিকরা এ আন্দোলনে ছাত্রদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। বুক চেতিয়ে লড়াই করে, সংগ্রাম করে নিজেদের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে শ্রমিকদের ভূমিকা ছিল অগ্রগামী। তারা হয়তো নিজেদেরকে আলাদাভাবে মেলে ধরেননি, আলাদা করে তারা তাদের নেতৃত্ব দেননি, ছাত্রদের নেতৃত্বে তারা সারা বাংলাদেশের মানুষের সাথে আন্দোলনে শরিক হয়েছিলেন কোনো প্রকার শ্রমিক পরিচয় ছাড়া। আন্দোলনে আহত হয়ে ঠাকুরগাঁও থেকে ঢাকায় চিকিৎসা নিতে যাওয়া যাদেরকে পেয়েছি তাদের মধ্যে শ্রমিকের সংখ্যাই বেশি।’
তিনি আরো বলেন, ‘শ্রমিকরাই হলো দেশের উন্নয়নের চালিকা শক্তি। আমরা ভাব-সম্প্রসারণ পড়তাম পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। আর এই শ্রমিকরাই সবচেয়ে বেশি পরিশ্রম করেন। শ্রমিকদের পরিশ্রম ছাড়া কোনো উন্নয়ন ঘটবে না। কাজেই সকল উন্নয়নের মূল চাবিকাঠি হলো শ্রমিকরা। দুর্ভাগ্যজনক হলেও সত্য, আজকে যাদের পরিশ্রম, যাদের ঘামের বিনিময়ে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, আমরা লক্ষ কোটি টাকার মালিক হচ্ছি সেই শ্রমিকদের অমরা মূল্যায়ন করি না। তাদের ন্যায্য পাওনা আমরা বুঝিয়ে দেই না। সব কিছুর দাম বাড়লেও শ্রমিকদের দাম কখনো বাড়ে না। শ্রমিকরা তাদের অধিকার চাইলে তাদের লাঠিপেটা করা হয়। কাজেই আমাদের মনে রাখতে হবে এই দুনিয়াবি যত মন্ত্র-তন্ত্র রয়েছে, মানুষের মনগড়া যত আইন রয়েছে, এগুলো দিয়ে শ্রমিকদের মূল্যায়ন কখনোই সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত কোরআন প্রতিষ্ঠিত না হবে, যতক্ষণ পর্যন্ত সুন্নাহর আলোকে সমাজ, শিল্প কারখানা পরিচালিত না হবে, ততক্ষণ পর্যন্ত শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠা হবে না। কারণ দুনিয়ার প্রচলিত আইন দ্বারা কখনো শ্রমিকদের মূল্যায়ন হবে না। দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়, তাহলেই কেবল শ্রমিকরা তাদের ন্যয্য অধিকার ও মূল্যায়ন পাবে।’
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঠাকুরগাঁও সদর উপজেলা সভাপতি আল মামুন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের ঠাকুরগাঁও জেলার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ, সদর আমির মাওলানা মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম, শহর সেক্রেটারি আব্দুল হালিম, জগন্নাথপুর ইউনিয়ন সভাপতি ফিরোজুল ইসলাম।
সভাশেষে খোঁচাবাড়ি বাজারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অফিস উদ্ধোধন করেন অতিথিরা।