কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের নিয়োগ কার্যক্রম সাময়িক স্থগিত

ছাত্রজনতার চাপের মুখে অবশেষে কুষ্টিয়ার সিভিল সার্জন অফিসের ১১-২০ গ্রেডের শূন্যপদে জনবল নিয়োগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের নিয়োগ কার্যক্রম সাময়িক স্থগিত
কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের নিয়োগ কার্যক্রম সাময়িক স্থগিত |নয়া দিগন্ত

ছাত্রজনতার চাপের মুখে অবশেষে কুষ্টিয়ার সিভিল সার্জন অফিসের ১১-২০ গ্রেডের শূন্যপদে জনবল নিয়োগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সংশ্লিষ্ট নিয়োগ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

রোববার সকালে নিয়োগ বাতিল ও সিভিল সার্জন ও জেলা প্রশাসকের অপসারণের দাবিতে সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের ব্যস্ততম এনএস রোড অবরোধ করে সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান নেয় ছাত্র-জনতা।

পরে সড়ক থেকে উঠে এসে সিভিল সার্জন অফিসে ভবনের নীচে অবস্থান নেয় ছাত্রজনতা। এসময় উপায়ন্তর না পেয়ে বাধ্য হয়ে সিভিল সার্জন অফিস থেকে নীচে নেমে ছাত্রজনতার দাবি মেনে নিতে দুইদিন সময় প্রার্থনা করেন।

ছাত্রজনতা দুইদিনের মধ্যে তদন্ত করে দোষীদের শাস্তি এবং নিয়োগ পরীক্ষা স্থগিত করার আশ্বাসের প্রেক্ষিতে অবস্থান ধর্মঘট তুলে নেয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল আহমেদ ও কুষ্টিয়া মডেল থানার অফিসার্স ইনচার্জ।

এর জের ধরে শনিবার দুপুরে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ তুলে নেয়ার দাবিতে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন একদল বিক্ষুব্ধ ছাত্রজনতা। তালা ঝুলিয়ে বৈষম্যবিরোধী বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধরা।

তারা বলেন, শুক্রবার অনুষ্ঠিত বিতর্কিত নিয়োগ পরীক্ষা বাতিল করে অবিলম্বে পুনরায় পরীক্ষা গ্রহণ করতে হবে। সন্ধ্যায় কে বা কারা ওই ফটকের তালা খুলে দেন। এই দাবির প্রেক্ষিতে ২৫ অক্টোবর রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন স্বাক্ষরিত এক পত্রে এই কার্যক্রম অনিবার্য কারণে সাময়িক স্থগিত রাখার কথা জানানো হয়।