মাগুরায় লিচু সংগ্রহ শুরু

মাগুরায় ‘হাজরাপুরী লিচু’ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।

মাসুম বিল্লাহ, মাগুরা

Location :

Magura
মাগুরায় লিচু সংগ্রহ শুরু
মাগুরায় লিচু সংগ্রহ শুরু |নয়া দিগন্ত

মাগুরায় আনুষ্ঠানিকভাবে ‘হাজরাপুরী লিচু’ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম।

রোববার (১১ মে) বেলা ১১টার দিকে সদর উপজেলার ইছাখাদা বাজারে লিচু সংগ্রহ শুরু হয়।

এদিকে উদ্বোধনের মধ্য দিয়ে জেলার সদর উপজেলার হাজরাপুর, হাজীপুর, মির্জাপুর, রাঘবদাইড়, ইছাখাদা, শিবরামপুর, নাড়িহাটিসহ প্রায় ৩০ গ্রামে আগাম জাতের ‘হাজরাপুরী লিচু’ সংগ্রহের কাজ শুরু করেছে লিচু চাষীরা।

অনুষ্ঠানে মাগুরার পুলিশ সুপার মিনা মাহমুদা, মাগুরা কৃষি অধিদফতরের উপ-পরিচালক মো: তাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মো: আলী আহম্মেদ উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগের তথ্য মতে, এ বছর জেলায় ৬৬৯ হেক্টর জমিতে লিচু চাষ করা হয়েছে। লিচু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ছয় হাজার ৬৪ মেট্রিক টন।