টাঙ্গাইলের ঘাটাইলে পুরোদমে চলছে বোরো ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। স্থানীয় কৃষকদের ধারণা, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। শ্রমিক সংকট থাকলেও ধানের দাম ভালো থাকায় খুশি কৃষকরা।
চলতি মৌসুমে এ উপজেলার কৃষকরা রোদ-বৃষ্টি মাথায় নিয়ে হালচাষ দিয়ে বোরো ধান আবাদ করেছেন। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ফলে কৃষকরা জমিতে সঠিক সময়ে পর্যাপ্ত পানি পেয়েছেন। এছাড়া কৃষি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা মাঠপর্যায়ে থেকে কৃষকদের সব রকম পরামর্শ প্রদান, পর্যাপ্ত সার পাওয়ায় এবার কোনো কিছুতেই কৃষকদের বেগ পেতে হয়নি। তাছাড়া এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকায় সর্বত্রই বোরো ধানের ভালো ফলন হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি ইরি-বোরো মৌসুমে পৌর শহরসহ উপজেলার ১৪টি ইউনিয়নে ২১ হাজার ৫৮০ হেক্টর জমিতে বোরো ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবাদ হয়েছে ২১ হাজার ৬১৫ হেক্টর জমিতে। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৬ হাজার ৭১৫ মেট্রিক টন ধান। এ উপজেলায় বি-আর ২৮, বি-আর ২৯, হীরা, হাইব্রিড ৭৪, ৮৮, ৯২ সহ বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান চাষ করা হয়। কৃষকরা ধানের বাম্পার ফলন ও দাম ভালো পাওয়ায় বেশ খুশি।
সরেজমিনে ধলাপাড়া ইউনিয়নের কৃষক সাইফুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, ‘রোদ বৃষ্টিতে ভিজে দিন-রাত পরিশ্রম করে এ মৌসুমে নয় বিঘা জমিতে বোরো ধান আবাদ করা হয়। সময়মতো পানি, বীজ, সার পাওয়ায় ও সঠিকভাবে জমির পরিচর্যা করায় ধানের ফলন ভালো ফলন হচ্ছে। দুই বিঘা জমির ধান কাটা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে বাকী ধান কাটা শেষ হবে। প্রতি মণ ধান বিক্রি হচ্ছে সাড়ে ৯০০ থেকে এক হাজার টাকায়। এই দামে আমরা খুবই খুশি।’
ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান বলেন, ঘাটাইলে বোরো ধান কাটা ও মাড়াইয়ের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে আবহাওয়া অনুকূলে থাকায় এবার উপজেলার সর্বত্রই বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।