দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ফটিকছড়ি প্রতিনিধি, প্রেস ক্লাবের সভাপতি, সাংবাদিক মরহুম সৈয়দ মোহাম্মদ মাসুদের স্মরণে আয়োজিত সভায় বক্তারা বলেছেন, ‘তিনি সাংবাদিকতা ও শিক্ষকতাকে ব্রত করে নিয়েছিলেন। বিনয়ের মাধ্যমে মানুষের হৃদয় জয় করেছিলেন তিনি।’
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সোলাইমান আকাশ।
সভায় জানানো হয়, সৈয়দ মোহাম্মদ মাসুদ ফটিকছড়ির মতো একটি প্রত্যন্ত এলাকায় থেকে গণমানুষের পক্ষে সাংবাদিকতা করে গেছেন। একইসাথে শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার নামাজে জানাজায় সর্বস্তরের মানুষের উপস্থিতিই প্রমাণ করে, কীভাবে তিনি মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন।
অনুষ্ঠানে একাধিক বক্তা বলেন, ‘মাসুদ ছিলেন সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতীক। তিনি আমৃত্যু সাংবাদিকতার আদর্শ থেকে বিচ্যুত হননি। তার মৃত্যুতে ফটিকছড়ি সাংবাদিক সমাজ একজন পরিশ্রমী, স্পষ্টভাষী ও মানবিক সহকর্মীকে হারিয়েছে।’
সাংবাদিক নেতা এস এম আক্কাছ বলেন, ‘মাসুদ প্রজ্ঞা ও বিনয়ী সাংবাদিকতার এক অনন্য উদাহরণ। তিনি সত্য প্রকাশে কখনো পিছপা হননি, সবসময় ক্ষমতাকে প্রশ্ন করেছেন।’
সাংবাদিক সোলাইমান আকাশ বলেন, ‘সাংবাদিকতা ও শিক্ষকতায় তার অবদান ছিল ব্যাপক। মানুষের অধিকার নিয়ে তিনি লেখালেখি করতেন, দেশপ্রেম তার ভাবনার কেন্দ্রে ছিল।’
সাংবাদিক সালাহউদ্দিন জিকু বলেন, ‘মাসুদ জীবনের শেষ দিন পর্যন্ত সাংবাদিকতার দায়িত্ব পালন করেছেন। সবসময় বিবেকের পক্ষেই কলম ধরেছেন।’
সাংবাদিক সীরাত মঞ্জুর বলেন, ‘সৈয়দ মোহাম্মদ মাসুদ শুধু একজন সাংবাদিক ছিলেন না, ছিলেন এক অনুপ্রেরণার নাম। তার কলম ছিল নির্ভীক, আর মন ছিল নরম ও বিনয়ী। ক্ষমতার চোখে চোখ রেখে কথা বলতেন, আবার দুর্বল মানুষের জন্য ছিলেন নির্ভরতার আশ্রয়। আমরা যারা আজ এই পথে হাঁটছি, তাদের জন্য মাসুদ ভাইয়ের জীবন ও কর্ম এক জীবন্ত পথনির্দেশনা হয়ে থাকবে।’
সাংবাদিক ওবাইদুল আকবর রুবেল বলেন, ‘তিনি ছিলেন আমাদের প্রেরণা। তার জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।’
সাংবাদিক মো: জিপন উদ্দিন বলেন, ‘মফস্বল সাংবাদিকতার ক্ষেত্রে মাসুদ একটি দৃষ্টান্ত রেখে গেছেন। তার পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাব।’
স্মরণসভায় আরো বক্তব্য দেন সাংবাদিক মো: সেলিম, ইউসুফ আরাফাত, এইচ এম সাইফুউদ্দিন, মো: নুরুল আবছার নূরী, কামরুল হাসান সবুজ, সংগঠক আখতারুজ্জামান নুর ও শাফায়াতুজ্জামান শাহীন প্রমুখ।
উল্লেখ্য, গত ৩০ জুলাই রাতে দৈনিক নয়া দিগন্তের ফটিকছড়ি উপজেলা সংবাদদাতা সৈয়দ মোহাম্মদ মাসুদ ইন্তেকাল করেছেন। পর দিন দুপুরে নামাজে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।