হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় বজ্রপাতে রেজাউল (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নুরপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রেজাউল ওই গ্রামের আমিনুর রহমানের ছেলে এবং পাঁচগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের মাঠে খেলার সময় আকস্মিক বজ্রপাত হলে রেজাউল গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে নুরপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার পথে তার মৃত্যু হয়।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।