খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়া মহিলা ডিগ্রি কলেজে দোয়া

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Location :

Gabtali
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়া মহিলা ডিগ্রি কলেজে দোয়া
খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়া মহিলা ডিগ্রি কলেজে দোয়া |নয়া দিগন্ত

গাবতলী (বগুড়া) সংবাদদাতা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বাদ জোহর শহরের মালতীনগরে বগুড়া মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে দোয়া মাহফিল পূর্বে অত্র কলেজের সভাপতি কৃষিবিদ আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু।

প্রধান অতিথি সাবেক এমপি লালু বলেন, খালেদা জিয়া ছিলেন সৎ নির্ভীক দেশ প্রেমিক ছিলেন। এ দেশের শিক্ষার মান উন্নয়নে তিনি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রতিরক্ষা খাতে টাকা কমিয়ে শিক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করে ছিলেন। মেয়েদের শিক্ষার জন্য দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকার শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি চালু করে ছিলেন। অসহায় মেধাবী শিক্ষার্থীদের জন্য তিনি উপবৃত্তি চালু করেন।

তিনি আরো বলেন, খালেদা জিয়া গৃহবধূ ছিলেন স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যুর পর দলের নেতাদের অনুরোধে এবং দেশের মানুষের চাহিদার জন্য তিনি রাস্তায় নেমে ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ৩ বার প্রধানমন্ত্রী হয়েছেন। রাজপথে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করেছেন। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর মাধ্যমে তিনি অসুস্থ হয়ে পড়েন।

বগুড়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জহুরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার, বগুড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোকাব্বর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- বগুড়া মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য রাজাদুল হক, সদস্য মিনারুল ইসলাম, নূরজাহান আকতার, মোসলেমা খাতুন, রাশিদুল ইসলাম, সারোওয়ার হুসাইন, বিএআরআই বগুড়ার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মাহমুদুল হাসান সুজা, যুবনেতা ফিরোজ আহম্মেদ, আরিফুর রহমান মজনু, ছাত্রনেতা মোহতাছিন বিল্লা মুন প্রমুখ।