পটুয়াখালীর কলাপাড়ায় মকুল বেগম (৫০) নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করেছে।
নিহতের স্বজনরা জানান, গৃহবধূর স্বামী হাফেজ হাবিবুর রহমান তালুকদার মৌলভী তবক গ্রামের সুলতান মাস্টার বাড়ি জামে মসজিদের ইমাম। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। নামাজ পড়ানোর জন্য মসজিদে ছিলেন। ঘরে মুকুল বেগম একা ছিলেন।
তারা আরো জানান, নিহতের ২০ বছর বয়সী এক ছেলে রয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।’



