পটুয়াখালীর কুয়াকাটা সৈকতের সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন গঙ্গামতি এলাকায় ভেসে এসেছে এক অজ্ঞাত ব্যক্তির লাশ। শনিবার (২৩ আগস্ট) সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সমুদ্রের ঢেউয়ের সাথে লাল কম্বল মোড়ানো অবস্থায় লাশটি তীরে ভেসে আসে। খবর পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর (এসআই) মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
তিনি জানান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। তবে এখনো তার পরিচয় জানা যায়নি। লাশ ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে।
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, ‘সকালে আমরা সমুদ্রপাড়ে ঘুরতে গিয়ে লাশটি দেখতে পাই। পরে পুলিশকে খবর দিই। ধারণা করছি এটি ডুবে যাওয়া কোনো ট্রলারের জেলের লাশ হতে পারে।‘
আরেক প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম জানান, ‘দূর থেকে লাল কম্বলে মোড়ানো কিছু ভেসে আসতে দেখি। কাছে গিয়ে বুঝতে পারি এটি একটি মানুষের লাশ। পরে আমরা আর স্পর্শ না করে দ্রুত পুলিশকে খবর দিই।’
এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, ‘লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি পটুয়াখালী মর্গে পাঠানো হবে।’
তিনি জানান, স্থানীয়রা ধারণা করছে সাম্প্রতিক দিনগুলোতে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ কোনো জেলের লাশ এটা হতে পারে। তদন্ত ও ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানানো সম্ভব হবে।