কুলাউড়ায় ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেফতার ৪, পুলিশ আহত

ডাকাতদের কাছ থেকে পুলিশ ডেগার, তালা কাটার মেশিন, রড হাতুড়িসহ ১৫ থেকে ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
অস্ত্রসহ গ্রেফতার ডাকাতরা
অস্ত্রসহ গ্রেফতার ডাকাতরা |নয়া দিগন্ত

মৌলভীবাজার সড়কের চুনঘর এলাকায় যান আটকিয়ে ডাকাতি করার সময় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতচক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতদের ধরতে গিয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজমল হোসাইনসহ দুই পুলিশ সদস্য আহত হন।

রোববার (১১ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে চুনঘর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ডাকাতরা হলেন কুলাউড়া উপজেলার দাউদপুর গ্রামের দেলোয়ার হোসেন (৩৪), জয়চন্ডী ইউনিয়নের কোটাগাও গ্রামের আজিম (৩৫), মনসুর গ্রামের দিলু আহমদ (৩০), গাজীপুর গ্রামের রাজিব (২৮)। মনসুর গ্রামের শাহান পালিয়ে যেতে সক্ষম হন।

জানা যায়, পুলিশ নিয়মিত টহলের অংশ হিসেবে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসাইন, কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্লাসহ পুলিশের একটি টিম রোববার রাতে টহল দিচ্ছিল। রাত ২টার দিকে টহলকালীন সময়ে চুনঘর এলাকায় একটি মোটরসাইকেল ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ দ্রুত চুনঘর এলাকায় গেলে অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেনের গাড়ি দেখে ডাকাত দল তাদের ব্যবহৃত মাইক্রোবাস গাড়িটি দ্রুত গতিতে ঘুরিয়ে পালিয়ে যেতে চায়লে অতিরিক্ত পুলিশ সুপারসহ অন্যান্য পুলিশ ডাকাতদলকে ধাওয়া দিয়ে একজন ডাকাতকে ধরে ফেলেন। এ সময় ডাকাতদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপারের একটি আঙ্গুল ভেঙে যায় এবং এসআই জুনেদ আহত হন। পরে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে অন্য তিন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হন। তবে একজন ডাকাত পালিয়ে যান।

ডাকাতদের কাছ থেকে পুলিশ ডেগার, তালা কাটার মেশিন, রড হাতুড়িসহ ১৫ থেকে ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ডাকাতরা জানায়, ডাকাতরা কুলাউড়া-মৌলভীবাজার এলাকায় চুনঘর নামক স্থানে একটি মোটরসাইকেল চালকে মারধর করে মোটরসাইকেল ছিনতাই করে।

কুলাউড়া থানার ওসি মনিরুজ্জাজামান মোল্লা জানান, পুলিশের টহলের কারণে বড় ধরনের ডাকাতি থেকে কুলাউড়াকে রক্ষা করা সক্ষম হয়েছে। ডাকাতদল বড় ধরনের ডাকাতির প্রস্তুতি হিসেবে অস্ত্রসহ তারা বেরিয়েছিল।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসাইন জানান, ‘ইদানিং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। তারই ধারাবাহিকতায় গতরাতে এই ডাকাত চক্রকে ধরতে সক্ষম হয়েছি।’