শিবপুরে চেয়ারম্যান শামীমের বিরুদ্ধে অনাস্থাপত্র ইউপি সদস্যদের

দুলালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: মাহফুজুল হক মোল্লা শামীমকে অনাস্থা দিয়েছেন ১০ জন ইউপি সদস্য।

মো: আসাদুজ্জামান আসাদ, শিবপুর (নরসিংদী)

Location :

Shibpur
মো: মাহফুজুল হক মোল্লা শামীম
মো: মাহফুজুল হক মোল্লা শামীম |নয়া দিগন্ত

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো: মাহফুজুল হক মোল্লা শামীমকে অনাস্থা দিয়েছেন ১০ জন ইউপি সদস্য। পরিষদের ১২ সদস্যের মধ্যে দু’জন সদস্য ইন্তেকাল করেছেন, বাকি ১০ জনই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থাপত্রে স্বাক্ষর করেছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে তারা শিবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিনের কাছে এই অনাস্থাপত্র জমা দেন।

চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা দুলালপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য।

অনাস্থাপত্রে তারা উল্লেখ করেন, চেয়ারম্যান পরিষদের বার্ষিক নয়টি সভা করতে ব্যর্থ এবং জুন, জুলাই, আগস্ট- পরপর তিনটি সভা করতে ব্যর্থ হয়েছেন। সভা করার জন্য পরিষদের সকল সদস্যরা বললেও চেয়ারম্যান সভা করেননি। তাছাড়া টিআর, কাবিখা, কাবিটা, এডিপি, ভূমি হস্তান্তর কর ১ ভাগ বিভিন্ন প্রকল্পের টাকা কোনো প্রকার রেজুলেশন ব্যতীত চেয়ারম্যান একক কর্তৃত্বে নামে বেনামে ভূয়া প্রকল্প দেখিয়ে ব্যক্তিগতভাবে টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তারা আরো উল্লেখ করেন, মাতৃত্ব, বয়স্কভাতা, বিধবা ভাতা, জন্ম নিবন্ধন সনদ, প্রতিবন্ধী ভাতা উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে চেয়ারম্যান একক সিন্ধান্তে টাকার বিনিময়ে উপকারভাগী নির্বাচন করে থাকেন। ওয়ারিশ সনদ ফি আদায় করে চেয়ারম্যান এককভাবে টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগেসমূহ পর্যালোচনা করে দুলালপুর ইউনিয়ন পরিষদের স্বার্থে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক মোল্লাকে বরখাস্ত করার জন্য অনাস্থা প্রদান পেশ করেন তারা।

ইউপি সদস্য সোলমান, মঙ্গল মিয়া ও নাসির উদ্দীন অনাস্থা দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে দুলালপুর ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক শামীম মোল্লা বলেন, আমি নিয়ম মোতাবেক পরিষদ চালিয়ে যাচ্ছি। এখানে বেশিভাগ সদস্য আওয়ামী লীগ। তারা অনৈতিক সুবিধা নিতে না পারায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে অনাস্থা দিয়েছে।

শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার কালা মিয়া বলেন, শুনেছি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। কী অভিযোগ করেছে তা অবগত নই।

এ ব্যাপারে ইউএনও মোছা. ফারজানা ইয়াসমিন বলেন, দুলালপুর ইউপি সদস্যরা চেয়ারম্যানের বিরুদ্ধে একটি অনাস্থাপত্র দিয়েছে। আমি ব্যবস্থা নেয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি।