মানিকগঞ্জে প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বার ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেফতার

‘...অভিযুক্ত নায়েছ আলী প্রতিবেশী আলাল উদ্দিন ও রাবেয়ার উপস্থিতিতে ১০ হাজার টাকা দেয়ার প্রস্তাবে গর্ভের সন্তান নষ্ট করে চুপ থাকার পরামর্শ দিয়ে চলে যান...’

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ)

Location :

Manikganj

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের উত্তর গাড়াদিয়া পূর্ব পাড়ায় ১৫ বছরের এক বাক ও বুদ্ধি প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরে ওই তরুণী অন্তঃসত্ত্বার ঘটনায় মামলার পর অভিযুক্ত নায়েছ আলীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম।

তিনি বলেন, ভিকটিমকেও থানায় আনা হয়েছে এবং তাকে ২২ ধারায় জবানবন্দীর জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার নায়েছ আলী (৩৬) একই ইউনিয়নের উত্তর শিবপুর গ্রামের নবু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শনিবার সকালে ভিকটিমের বাবা নায়েছ আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন। মামলা দায়েরের আগেই থানা পুলিশ বিষয়টি গণমাধ্যমকর্মীদের কাছ থেকে অবগত হলে রাতেই নায়েছ আলীকে তার বসতবাড়ি থেকে আটক করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমের বসতবাড়ির পাশে অভিযুক্ত নায়েছ আলী আখক্ষেত ক্রয় করেন। সেই সুবাদে যাতায়াত ছিল তার। গত ৩০ সেপ্টেম্বর দুপুরে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী ওই তরুণীকে আখ দেয়ার কথা বলে ফুসলিয়ে ক্ষেতের পাশে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করেন তিনি। ঘটনার পর বিষয়টি কাউকে না জানানোর জন্য নায়েছ আলী ভিকটিমকে ভয়-ভীতি দেখিয়ে চলে যান।

এদিকে, ওই তরুণীর শারীরিক অবস্থার টের পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে প্রেগনেন্সি কিট দিয়ে পরীক্ষা করে অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত হয়। এর মধ্যে অভিযুক্ত নায়েছ আলী ২১ নভেম্বর দুপুরের দিকে ভিকটিমের বাড়িতে টিউবওলের পানি খেতে গেলে ভুক্তভোগী তরুণী ইশারা-ইঙ্গিতের মাধ্যমে ঘটনার জন্য তাকে শনাক্ত করেন। পরে অভিযুক্ত নায়েছ আলী প্রতিবেশী আলাল উদ্দিন ও রাবেয়ার উপস্থিতিতে ১০ হাজার টাকা দেয়ার প্রস্তাবে গর্ভের সন্তান নষ্ট করে চুপ থাকার পরামর্শ দিয়ে চলে যান বলে মামলার বাদি এজাহারে উল্লেখ করেন।