জাফলংয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

বুধবার মাহিমসহ ৪০ জনের একটি টিম সকাল ১০টার দিকে জাফলংয়ে বেড়াতে আসে। পরে দুপুরের দিকে মাহিমসহ কয়েকজন জাফলং জিরো পয়েন্টে গোসলে নামে। একপর্যায়ে স্রোতের টানে পানিতে তলিয়ে যায় মাহিম। পরে স্থানীয় ডুবুরিরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
জাফলংয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু
জাফলংয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু |নয়া দিগন্ত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে মো: মাহিম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জুন) দুপুর দেড়টার দিকে জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মাহিম চট্রগ্রামের বায়েজিদ থানার শহীদপাড়া এলাকার জামিল মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার মাহিমসহ ৪০ জনের একটি টিম সকাল ১০টার দিকে জাফলংয়ে বেড়াতে আসে। পরে দুপুরের দিকে মাহিমসহ কয়েকজন জাফলং জিরো পয়েন্টে গোসলে নামে। একপর্যায়ে স্রোতের টানে পানিতে তলিয়ে যায় মাহিম। পরে স্থানীয় ডুবুরিরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো: শাহাদাৎ হোসেন নয়া দিগন্তকে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।