ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, মাগুরা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নির্বাচনী প্রচারণায় পিতার পক্ষে ধানের শীষে ভোট চাইলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া স্কুল মাঠে আলোচনা সভায়।
নিপুর রায় চৌধুরী বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারীদের মর্যাদা বৃদ্ধিতে গুরুত্ব দিয়ে সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, নারী বিষয়ক অধিদফতর প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া নারী মন্ত্রনালয় প্রতিষ্ঠা করেন।’
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ানম্যান তারেক রহমান কতৃক মনোনিত মাগুরা ২ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে ধানের শীষে ভোট দেয়ার জন্য সভায় উপস্থিত হাজার হাজার নারীদের আহ্বান জানান।
অনুষ্ঠানের সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বিগত আন্দোলন সংগ্রামে নিতাই রায় চৌধুরীর গৌরবউজ্জল ভূমিকার কথা উল্লেখ করে তাকে ধানের শীষে ভোট দেয়ার জন্য উপস্থিত মহিলাদের আহ্বান জানান।
এর আগে সকাল ১১টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার মিনি স্টেডিয়ামে জন সভায় নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান ও সদস্য সচিব নিপুন রায় চৌধুরী নারী সমাবেশে বক্তব্য রাখেন।



