টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের খাকুরিয়া সেতুর অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার (৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে অসমাপ্ত সেতুর পাশে প্রায় ৪০ গ্রামের ভুক্তভোগীরা এ মানববন্ধনে অংশ নেয়।
গ্রামবাসীর অভিযোগ, কাজ অসমাপ্ত রেখে ঠিকাদার দু’বছর ধরে পলাতক রয়েছে। সেতুর সম্পূর্ণ কাজ শেষ না হওয়ার কারণে ৫ বছর ধরে চরম ভোগান্তিতে পড়েছে ৪০ গ্রামের মানুষ।
এ সময় মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কহিনুর ইসলাম, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তালুকদার টুটুল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বশির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা, দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু সুরঞ্জিত, দেওপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইউনুস আলী, দেওপাড়া প্রত্যাশা কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ আবদুল্লাহ আল আমিন সোহেল প্রমুখ।
মানববন্ধনে বক্তারা প্রায় ৪০ গ্রামবাসীর জনদুর্ভোগ লাগবে খুব দ্রুত সময়ের মধ্যে সেতুটির অসমাপ্ত নির্মাণ কাজ শেষ করার দাবি জানান।