পিরোজপুরের মঠবাড়িয়ায় নিম্নচাপের প্রভাবে শনিবার (২৬ জুলাই) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও থেমে থেমে ঝড়ো হওয়া বইছে। ফলে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে নদীপাড়ের মানুষ।
বলেশ্বর নদীর তীরবর্তী গ্রাম তুষখালী, জানখালি, ভোলমারা, খেতাচিরা, মাঝেরচরে যারা বেড়িবাঁধের বাইরে বসবাস করে তারা বেশি আতঙ্কের মধ্যে রয়েছেন। পানিতে তাদের বসতঘর তলিয়ে গেছে। ধানীসাফা বাজারের পাশে বেড়িবাঁধ না থাকায় বাজারের মধ্যে পানি ঢুকে পড়েছে এতে ইউনিয়ন পরিষদসহ সকল দোকান পানিতে তলিয়ে গেছে।
এদিকে আমনের বীজতলা পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষকের মাঝে দুশ্চিন্তা বেড়ে গেছে।