বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ‘ধানের শীষ ভোট দিলে জিতবে বাংলাদেশ। ধানের শীষে ভোট দিলে কেউ না খেয়ে থাকবে না। ধানের শীষ ও তারেক রহমান তরুণ প্রজন্মের অহঙ্কার।’
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার মাধবপাশা হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
দীর্ঘ ১৭ বছর পর অনুষ্ঠিত ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে মাধবপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো: ওয়াহিদুল ইসলাম খান সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান ও সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
এছাড়া সম্মেলনে বক্তব্য দেন দুলাল চন্দ্র সাহা, মোস্তাফিজুর রহমান টুলু, আরিফুর রহমান শিমুল সিকদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: রাজন শিকদার প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জয়নুল আবেদিন আরো বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপস করেননি বলেই জনগণের কাছে তার ব্যাপক জনপ্রিয়তা। বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা দেশে বিএনপির কার্যক্রম চলছে। আপনারা ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করেন। ইনশাআল্লাহ, আগামীতে ধানের শীষ ক্ষমতায় আসবে।’