রূপগঞ্জে নিহত ব্যবসায়ী মামুনের পরিবারের সংবাদ সম্মেলন

‘গত ৫ আগস্টের পর জাহিদুল ইসলাম বাবু তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ না অপকর্মে লিপ্ত ছিল। তার অত্যাচারে অতিষ্ট অনেকে।’

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
রূপগঞ্জে নিহত ব্যবসায়ী মামুনের পরিবারের সংবাদ সম্মেলন
রূপগঞ্জে নিহত ব্যবসায়ী মামুনের পরিবারের সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

রূপগঞ্জে আলোচিত ব্যবসায়ী মামুন হত্যার প্রধান আসামি জাহিদুল ইসলাম বাবুসহ জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার ও এলাকার ভুক্তভোগীরা।

রোববার (১৫ জুন) রূপগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তারা।

এসময় নিহত ব্যবসায়ী মামুনের পরিবার ও ভুক্তভোগীরা জানান, গত ১০ জুন বিকেলে নিষিদ্ধ ঘোষিত ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছাব্বির হোসেন খোকাকে এলাকাবাসী আটক করলে সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবের ভাতিজা জাহিদুল ইসলাম বাবু তাকে ছাড়িয়ে নিতে লোকজন নিয়ে হামলা চালায়।

এসময় বাবুর ছোড়া গুলিতে নিহত হয় ব্যবসায়ী মামুন। এ ঘটনার ছয় দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো মামলার প্রধান আসামিসহ কাউকে গ্রেফতার করতে পারেনি।

ভুক্তভোগীরা আরো বলেন, ‘বিগত ৫ আগস্টের পর জাহিদুল ইসলাম বাবু তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকায় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ না অপকর্মে লিপ্ত ছিল। তার অত্যাচারে অতিষ্ট অনেকে।’

ব্যবসায়ী মামুন হত্যার ঘটনায় মামলার পর থেকে নিহতের পরিবার চরম আতংকে ও নিরাপত্তা হীনতায় ভুগছে। তারা অনতিবিলম্বে অভিযুক্ত বাবুসহ বাকিদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন।