নোয়াখালীর হাতিয়া সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হকের উদ্যোগে এক ব্যতিক্রমধর্মী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) হাতিয়া পৌরসভার ওছখালী কে এস এস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্যাম্পে সকাল থেকে বিকেল পর্যন্ত চিকিৎসাসেবা নেন দুই হাজারেরও বেশি মানুষ। চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ সবই বিনামূল্যে প্রদান করা হয়।
দ্বীপ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে বিভিন্ন এলাকায় পাঁচ দিনের ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক। তৃতীয় দিনেও ক্যাম্পে অংশ নেন মেডিসিন, শিশু রোগ, গাইনি, চক্ষুসহ বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। রোগীদের ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ওষুধও তুলে দেওয়া হয় রোগীদের হাতে।
ক্যাম্প পরিদর্শনকালে অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক বলেন, ‘হাতিয়ার অনেক মানুষই দরিদ্র ও স্বাস্থ্যসেবা বঞ্চিত। একজন জনসেবক হিসেবে মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করা আমার নৈতিক দায়িত্ব। অর্থের অভাবে যেন কেউ চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষেই এই আয়োজন। ভবিষ্যতেও এ ধরণের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে।’
এ সময় স্থানীয় জামায়াতে ইসলামী নেতারা, স্বেচ্ছাসেবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা এই মানবিক উদ্যোগকে রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে থেকে জনগণের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত উল্লেখ করেন।
বিশেষ করে বয়স্ক নারী-পুরুষ ও শিশুরা বিনামূল্যে চিকিৎসা পেয়ে অ্যাডভোকেট শাহ মাহফুজুল হকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।



