সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ আওয়ামী লীগের সাবেক এমপি রিফাত আমিনের ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি রাইফেল, একটি তলোয়ার, তিন শতাধিক ইয়াবা এবং মদ ও খালি মদের বোতল উদ্ধার করা হয়।
রোববার (১৫ জুন) দুপুরে শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন রুমনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক সাফায়াত সরোয়ার রুমন সাতক্ষীরার আশাশুনির কাদাকাটি ইউনিয়নের কাটাখালি গ্রামের মরহুম স ম রুহুল আমিনের ছেলে। এছাড়া তার মা সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি। তিনি বর্তমানে বিদেশে বসবাস করছেন।
জানা যায়, শহরের শহিদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন রুমনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী। পরে বাড়ি তল্লাশি করে মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার আহম্মেদ অভিযান শেষে সাংবাদিকদের বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রুমনের বাড়িতে অভিযান পরিচালনা করে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’