রাজবাড়ীতে ভেজাল শিশুখাদ্য কারখানায় জরিমানা

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হাফিজুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Pangsha
অবৈধ কারখানায় অভিযান
অবৈধ কারখানায় অভিযান |নয়া দিগন্ত

রাজবাড়ীর পাংশায় অনুমোদন ছাড়া ক্ষতিকর রং ও কেমিক্যাল দিয়ে শিশুখাদ্য তৈরির অপরাধে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ আগস্ট) পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া গ্রামের সায়মা আইসরোবো কারখানায় অভিযানে এ জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হাফিজুর রহমান।

এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: আসিফুর রহমান ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিকসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: আসিফুর রহমান বলেন, দুপুরে সায়মা আইসরোবো কারখানায় অভিযান চালানো হয়। অভিযানকালে কারখানার মালিক লাল মিয়া বিএসটিআইয়ের লাইসেন্স দেখাতে ব্যর্থ হন।

এছাড়া শিশুখাদ্য তৈরিতে নিষিদ্ধ ও ক্ষতিকর ঘনচিনিসহ বিভিন্ন রাসায়নিকের ব্যবহার, ক্ষতিকর ফ্লেভার ও রংয়ের ব্যবহার, অন্য প্রতিষ্ঠানের লেভেলযুক্ত মোড়কে শিশু খাদ্য উৎপাদন ও প্যাকেটজাতকরণ এবং উৎপাদন তারিখেরও পরের তারিখ উৎপাদন তারিখ হিসেবে প্রদান করার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় কারখানার মালিক লাল মিয়াকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে উৎপাদিত সকল শিশু খাদ্য ও নিষিদ্ধ, ক্ষতিকর রাসায়নিক জব্দ ও বিনষ্ট করা হয় বলেও জানান তিনি।