জীবননগর সীমান্তে বিদেশী পিস্তলসহ ম্যাগাজিন ও গুলি উদ্ধার

ইটভাটার পাশ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত অস্ত্র ও গুলির কোনো মালিক পাওয়া যায়নি।

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)

Location :

Chuadanga
উদ্ধার পরিত্যক্ত অস্ত্র ও গুলি
উদ্ধার পরিত্যক্ত অস্ত্র ও গুলি |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে উপজেলার গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

বিজিবির মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মো: মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে নতুনপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল ভোর পৌনে ৬টার দিকে সীমান্ত পিলার ৬৪/৪-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া গ্রামে অভিযান চালায়।

অভিযানের সময় গোয়ালপাড়া এলাকার জাকাউল্লাহের ইটভাটার পাশ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত অস্ত্র ও গুলির কোনো মালিক পাওয়া যায়নি।

এদিকে উদ্ধারকৃত অস্ত্র আইনানুগ প্রক্রিয়ায় জীবননগর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি। একইসাথে সীমান্ত এলাকায় অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।