জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে, এর আগে না : মির্জা ফখরুল

তিনি বলেন, ‘বিএনপি ভেসে আসা কোনো রাজনৈতিক দল না। এই দলকে খাটো করে দেখবেন না। বিএনপি যদি মাঠে নামে তাহলে রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে।’

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore
বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর |নয়া দিগন্ত

বিএনপি মহাসচিব বলেছেন, ‘জাতীয় নির্বাচনের দিন গণভোট হবে, এর আগে না। দ্রুত তফসিল ঘোষণা করতে হবে। নির্বাচন দিতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি ভেসে আসা কোনো রাজনৈতিক দল না। এই দলকে খাটো করে দেখবেন না। বিএনপি যদি মাঠে নামে তাহলে রাজনৈতিক বিষয়গুলো ভিন্নভাবে আসবে।’

বৃহস্পতিবার (৬ নভেম্বর) যশোরে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। দলের স্থায়ী কমিটির সাবেক সদস্য তরিকুল ইসলামের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির আয়োজনে সন্ধ্যায় যশোর টাউন হল ময়দানে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, ‘উপদেষ্টা পরিষদ পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করছে। তারা ঐকমত্যের জন্য রাজনৈতিক দলগুলোকে সাত দিন সময় দিয়েছেন। কিন্তু রাজনৈতিক দল তো হাতের খেলনার মতো নয়। সংস্কার কমিশনের সব সভায় আমরা গিয়েছি। মতামত দিয়েছি। যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে, সেগুলো নিয়ে কাজ শুরু করতে হবে। যেগুলো হয়নি, সেগুলো পরবর্তী পার্লামেন্টে নিয়ে যাওয়া হবে। কিন্তু তা না করে তারা পক্ষপাতদুষ্টু হয়ে কাজ করছেন। দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে।’

উপদেষ্টাদের উদ্দেশ করে মির্জা ফখরুল আরো বলেন, ‘অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। চব্বিশের আন্দোলনের পর সুযোগ হয়েছে গণতন্ত্রের পথে ফেরার। দয়া করে পানি ঘোলা করবেন না। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করবেন না।’

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে এ সময় আরো বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সাবেক তথ্যবিষয়ক সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক টি এস আইয়ুব, ঝিকরগাছা থানা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নী, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, ইমাম পরিষদের সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।

এ সময় মঞ্চে ছিলেন মরহুম তরিকুল ইসলামের সহধর্মিণী বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ও ছেলে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।