মনিরামপুরে ট্রলি-মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

মনিরামপুরে ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে প্রভাষক রণজিৎ কুমার দাস (৪৯) ও তার স্ত্রী পাপিয়া দাস (৪০) নিহত হয়েছেন।

আব্দুল মতিন, মনিরামপুর (যশোর)

Location :

Manirampur
মনিরামপুরে ট্রলি-মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন
মনিরামপুরে ট্রলি-মোটরসাইকেলের সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন |প্রতীকী ছবি

যশোরের মনিরামপুরে ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে প্রভাষক রণজিৎ কুমার দাস (৪৯) ও তার স্ত্রী পাপিয়া দাস (৪০) নিহত হয়েছেন।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মনিরামপুর-ঝিকরগাছা সড়কের বাকোশপোল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রণজিৎ দম্পত্তি উপজেলা চাঁদপুর গ্রামের বাসিন্দা। তিনি কলেজের প্রভাষক এবং তার স্ত্রী পাপিয়া জনস্বাস্থ্য প্রকৌশলীর অফিস সহকারী।

প্রতিবেশী সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, বেলা ১২ টার দিকে রণজিৎ ও তার স্ত্রী একই মোটরসাইকেলে মনিরামপুর বাজার থেকে রোহিতার উদ্দেশে রওনা হন। পথে বাকোশপোল বাজারে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে ধাক্কা লাগে গুরুতর আহত হন তারা। স্থানীয় ফায়ার সার্ভিসের লোকজন তাদের উদ্ধার করে যশোর মেডিক্যাল কলেজে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।