কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু ১

মহরম আলি নিজের বাড়ির আঙিনায় বাঁশ কাটছিলেন। একপর্যায়ে একটি বাঁশ বিদ্যুৎ লাইনের উপর পড়ে যায়।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। |প্রতীকী ছবি

মৌলভীবাজারের কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মহরম আলি (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গণকিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মহরম আলি নিজের বাড়ির আঙিনায় বাঁশ কাটছিলেন। একপর্যায়ে একটি বাঁশ বিদ্যুৎ লাইনের উপর পড়ে যায়। বিষয়টি না বুঝতে পেরে তিনি বাঁশে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধা করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পৃথিমপাশা ইউনিয়নের চেয়ারম্যান জিমিউর রহমান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।