বগুড়া অফিস ও শাজাহানপুর সংবাদদাতা
বগুড়ায় শাজাহানপুরে ঘর থেকে দুই শিশু সন্তানের গলা কাটা ও তাদের মা সাদিয়া মোস্তারিমের (৩০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার খলিশাকান্দি গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
সাদিয়া মোস্তারিম খলিশাকান্দির মন্ডলপাড়ার বাসিন্দা সেনা সদস্য শাহাদাত হোসেন কাজলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ঘরে শাহাদাত ও তার স্ত্রী সাদিয়া তাদের দুই সন্তান সাইফ (৭ মাস) ও রাইফাকে (৭ বছর) নিয়ে বসবাস করতেন। ঘটনার সময় শাহাদাত বাসায় ছিলেন না।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, সকালে ঘর থেকে কোনো সাড়া-শব্দ না পেয়ে স্বজনরা দরজায় ডাকাডাকি করে। পরে দরজা খুলে তারা দেখে যে মা রশিতে ঝুলছেন এবং বিছানায় দুই শিশুর গলা কাটা লাশ পড়ে রয়েছে। বিষয়টি দেখেই তারা পুলিশে খবর দেন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ওসি আরো বলেন, এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড- তা তদন্ত শেষে জানা যাবে।



