নরসিংদীতে ‘লক্ষ্মীপুর নতুন কুঁড়ি যুব সংঘ ও প্রবাসী সংগঠনের’ ঈদসামগ্রী বিতরণ

বেলাব (নরসিংদী) সংবাদদাতা
নরসিংদী জেলা ম্যাপ
নরসিংদী জেলা ম্যাপ |ছবি : নয়া দিগন্ত

নরসিংদীর বেলাবতে ‘লক্ষ্মীপুর নতুন কুঁড়ি যুব সংঘ ও প্রবাসী সংগঠনের’ উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) উপজেলার লক্ষ্মীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে সংগঠনটির আয়োজনে এ ইফতার সামগ্রী বিতরণ ও নতুন অফিসের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে লক্ষ্মীপুর নতুন কুঁড়ি যুব সংঘ ও প্রবাসী সংগঠনের সভাপতি কামরুল হাসান সুজনের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মো: শিপন মিয়ার পরিচালনায় উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ, সংগঠনটির উপদেষ্টা ও লিবিয়া প্রবাসী মো: জাকির হোসেন, অ্যাডভোকেট মিয়া মামুন, টিপু সরকার, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো: আমির, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কবি সুমন, দেলোয়ার হোসেন জীবন, সাধারণ সম্পাদক রাজিব সরকার, সাংগঠনিক সম্পাদক মুকুল মিয়া, প্রচার সম্পাদক মো: মোখলেছুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।