বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, ‘মেধা, নৈতিকতা ও নেতৃত্বের সমন্বয়ই ভবিষ্যৎ বাংলাদেশকে এগিয়ে নেবে।’
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়ার শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা অনার্স কলেজ অডিটোরিয়ামে ‘সমৃদ্ধ শেরপুর-ধুনটের’ উদ্যোগে উপজেলার এইচএসসি, আলিম ও কারিগরি শিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৭ মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা দেয়ার সময় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আজকের এই কৃতিত্ব কোনো পরিবারের ব্যক্তিগত অর্জন নয়, এটি শেরপুরের গর্ব ও জাতির সম্পদ।’
গোলাম মোহাম্মদ সিরাজ আরো বলেন, ‘জ্ঞান ও দায়িত্ববোধ নিয়ে দেশের উন্নয়ন ও মানবিক সমাজ নির্মাণে তোমাদের এগিয়ে আসতে হবে। সমৃদ্ধ শেরপুর-ধুনটের এই আয়োজন তরুণদের আত্মবিশ্বাস, আদর্শচেতনা ও ইতিবাচক মনোভাব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
তিনি বলেন, ‘বিএনপি নারী শিক্ষায় সকল ব্যবস্থা নিয়েছিল, আগামীতে সরকার গঠন করতে পারলে সব ক্ষেত্রে নারীদের মূল্যায়ন করা হবে, কারণ নারীরা পিছিয়ে থাকলে দেশও পিছিয়ে থাকবে।’
অনুষ্ঠানে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন আয়োজক সংগঠন ‘সমৃদ্ধ শেরপুর-ধুনটের’ মূল উদ্যোক্তা ও তরুণ সমাজকর্মী আসিফ সিরাজ রব্বানী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘নেতৃত্ববান হতে হলে শুধু মেধা নয়, প্রয়োজন সততা, নৈতিকতা ও মানুষের জন্য কাজ করার মানসিকতা। তোমরা নিজেকে প্রস্তুত কর একটি দায়িত্বশীল প্রজন্ম হিসেবে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জাকির হোসেন এবং মেধাবীদের ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আসমা আক্তার রিয়া।
এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহীদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বিএনপি নেতা গোলাম মাহবুব প্যারিস, পিয়ার হোসেন পিয়ার, জাহিদুর রহমান টুলু, মামুনুর রশিদ আপেল, শাহ মো: কাউছার কলিন্স, যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, শাহাবুল করিম প্রমুখ।
অনুষ্ঠানে কৃতী সম্মাননা হিসেবে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট, ল্যাপটপ ব্যাগ, ব্র্যান্ডিং মগ ও নোটবুক তুলে দেয়া হয়। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্টজনদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।



