দে‌বিদ্বা‌রে শহীদ রুবেল ও আহত জুলাইযোদ্ধা ইয়াছিনের বা‌ড়ি‌তে চীনা পর্যবেক্ষক দল

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় রাজনৈতিক নেতৃত্বের সাথে মতবিনিময় করতে মাঠে নেমেছে চীনের একটি রাজনৈতিক পর্যবেক্ষক দল। এরই অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বারে ওই দু’জনের পরিবারের খোঁজখবর নেন তারা।

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Debidwar
শহীদ রুবেল ও আহত জুলাইযোদ্ধা ইয়াছিনের বা‌ড়ি‌তে চীনা পর্যবেক্ষক দল
শহীদ রুবেল ও আহত জুলাইযোদ্ধা ইয়াছিনের বা‌ড়ি‌তে চীনা পর্যবেক্ষক দল |নয়া দিগন্ত

কুমিল্লার দেবিদ্বারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রুবেল ও আহত ইয়াছিনের বা‌ড়ি‌তে গিয়ে খোঁজখবর নিয়েছে চীনা একটি রাজনৈতিক পর্যবেক্ষক দল।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে ওই দু’জনের পরিবারের খোঁজখবর নেন তারা।

জানা যায়, বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় রাজনৈতিক নেতদের সাথে মতবিনিময় করতে মাঠে নেমেছে চীনের একটি রাজনৈতিক পর্যবেক্ষক দল। এরই অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বারে ওই দু’জনের পরিবারের খোঁজখবর নেন তারা।

চায়না দূতাবাসের রাজনৈতিক পরিচালক জেং জিং-এর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল প্রথমে শহীদ আব্দুর রাজ্জাক রুবেলের বাড়িতে যান। এ সময় রাজনৈতিকবিষয়ক সহকারী রাষ্ট্রদূত লিন ইয়াং, দূতাবাসের কর্মকর্তা সুরাইয়াসহ দলটির অন্য সদস্য উপস্থিত ছিলেন।

গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন পৌর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রুবেল (৪০)। প্রতিনিধিদল রুবেলের স্ত্রী ও সন্তানদের খোঁজখবর নেন এবং তাদের কিছু উপহার সামগ্রী দেন। একইসাথে রু‌বেলের দু’ শিশুর লেখাপড়ায় বিশেষ গুরুত্ব দেয়ার পরামর্শও দেন তারা।

পরে দলটি উপজেলার ভিড়াল্লা গ্রামে গিয়ে আহত জুলাইযোদ্ধা ইয়াছিন আহমেদের শারীরিক অবস্থার খোঁজ নেন।

পরিদর্শনকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক ও জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ ও স্থানীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদল জানায়, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ, স্থানীয় নেতাদের সাথে মতবিনিময় এবং জনগণের অভিজ্ঞতা জানতেই তাদের এই সফর। তারা ভবিষ্যতে আবারো দেবিদ্বার সফরের আগ্রহ প্রকাশ করেন।