পটিয়ায় বাসের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

নিহত সানজিদ রেজা চন্দনাইশ গাছবাড়িয়া সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

এস এম রহমান, পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম)

Location :

Patiya
সানজিদ রেজা
সানজিদ রেজা |নয়া দিগন্ত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় একটি বাসের ধাক্কায় সানজিদ রেজা (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (১২ জুলাই) রাত ১০টায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সানজিদ রেজা উপজেলার কুসুমপুরা ইউনিয়নের উত্তর হরিণখাইন গ্রামের প্রবাসী সেলিম রেজার বড় ছেলে। সে চন্দনাইশ গাছবাড়িয়া সরকারি কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।

জানা গেছে, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে সানজিদ রেজা ও সাথে আরো একজন মোটরসাইকেলে করে পটিয়া বাইপাস সড়ক পার হচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে চালক সানজিদ গুরুতর আহত হন এবং অপর আরোহী সামান্য আহত হন।

পটিয়া হাইওয়ে ক্রসিং থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ জসিম উদ্দীন এ বিষয়ে জানান, ঘটনার পরপরই বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনানুগ প্রক্রিয়া নেয়া হচ্ছে।