ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ূব খানের নেতৃত্বে ধানের শীষের পক্ষে মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে সাভারের বাড়ইপাড়ার নন্দন পার্কের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে সাভার পৌর এলাকার সাভার ব্যাংক টাউন গিয়ে দুপুর ২টায় শেষ হয়।
এ সময় র্যালিতে অংশ নেয়া নেতাকর্মীরা ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে নানা স্লোগান দিতে থাকেন।
র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।’
র্যালিতে কয়েক শ’ মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাস ও পিকআপ নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা আইয়ুব খানের সালাম নিন ধানের শীষে ভোট দিন, তারেক রহমানের সালাম নিন ধানের শীষে ভোট দিন, সবার আগে বাংলাদেশ ইত্যাদি স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।
র্যালিকে কেন্দ্র করে ব্যস্ততম মহাসড়কে যাটজটের সৃষ্টি হলে মহাসড়কে চলাচলরত যাত্রীসহ সাধারণ জনগণ দুর্ভোগে পড়েন।
র্যালিতে উপস্থিত ছিলেন সাভার উপজেলা বিএনপির যুবদলের সাবেক সহ-সভাপতি আব্বাস উদ্দিন পাপ্পু, সাভার উপজেলা যুবদলের সাবেক সভাপতি আরিফুল ইসলাম আরিফ, সাভার থানা পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।



