মুফতি শারাফাত হোসাইন

ইসলামের পক্ষে ভোট দিয়ে এদেশকে চাঁদাবাজ-দখলবাজ মুক্ত করুন

‘আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার যুদ্ধের সৈনিকদের হাতে ক্ষমতা এলে এদেশ হবে শান্তির দেশ, এদেশ হবে কোরআনের আলোতে আলোকিত দেশ, মেহনতী মানুষের বাংলাদেশ।’

Location :

Boalmari
ইসলামের পক্ষে ভোট দিয়ে এদেশকে চাঁদাবাজ-দখলবাজ মুক্ত করুন : মুফতি শারাফাত হোসাইন
ইসলামের পক্ষে ভোট দিয়ে এদেশকে চাঁদাবাজ-দখলবাজ মুক্ত করুন : মুফতি শারাফাত হোসাইন |নয়া দিগন্ত

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা

‘আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার যুদ্ধের সৈনিকদের হাতে ক্ষমতা এলে এদেশ হবে শান্তির দেশ, এদেশ হবে কোরআনের আলোতে আলোকিত দেশ, মেহনতী মানুষের বাংলাদেশ। এদেশে যদি খোদা ভীরু মানুষ ক্ষমতায় আসে সে টিআর, ডিআর এর গম খাবে না। মানুষের জায়গা জমি অন্যায়ভাবে দখল করবে না, ধান্দবাজি, চান্দবাজী করবে না। যার যার হক যে যতটুকু প্রাপ্য তা সুবন্টন করবে।’

ফরিদপুরের বোয়ালমারীতে খেলাফত মজলিসের দাওয়াতি মিছিল শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে এসব কথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও ফরিদপুর-১ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি শারাফাত হোসাইন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে ‘সর্বস্তরে আল্লাহর দিনকে বিজয়ী করার লক্ষ্যে’ বাংলাদেশ খেলাফত মজলিস ও যুব মজলিসের আয়োজনে এক দাওয়াতি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

দাওয়াতি মিছিলটি উপজেলার সরকারি মডেল মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসদরের গুরুত্বপূর্ণ এলাকা চৌরাস্তায় এক পথ সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও ফরিদপুর-১ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি শারাফাত হোসাইন।

এসময় তিনি বলেন- ‘আপনারা প্রতি উদাত্ত আহ্বান, ইসলামের পক্ষে ভোট দিয়ে এদেশকে সন্ত্রাস মুক্ত করুন, চাঁদাবাজ মুক্ত করুন, জুলুম মুক্ত করুন। আমরা ক্ষমতায় এলে কারো প্রতি যদি কেউ জুলুম করে তার উপযুক্ত শিক্ষা দেয়া হবে। সে যত বড় নেতা হোক তার বিচার করা হবে। তাই খেলাফত কায়েমে ইসলামি দলকে ভোট দিন, ইসলামের পথে, হকের পথে, ন্যায়ের পথে, সত্যের পথে চলা ব্যক্তিদের ভোট দিন। আপনাদের ভোটের যোগ্য মূল্যায়ন পাবেন। আমি আপনাদের পাশে ছিলাম, আছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।’

সংক্ষিপ্ত সমাবেশ বাংলাদেশ খেলাফত মজলিসের উপশাখার সভাপতি মাওলানা রওশান আহমেদ সভাপতিত্বে ও বাংলাদেশ খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলার সংগঠন বিভাগের সম্পাদক মো: ফরহাদ মিয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, সেক্রেটারি মুফতি আবু নাছির আইয়ুবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমান, বোয়ালমারী উপজেলা সভাপতি মাওলানা রওশন আহমদ, সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দীক, পৌর সভাপতি মুফতি তৈয়বুর রহমান, মুফতি হাবিবুর রহমান, হা: শাহরিয়া মাওলানা ইলিয়াস হোসাইন, মুফতি সাইফুদ্দিন ছাড়াও খেলাফত মজলিস ও যুব মজলিসের দায়িত্বশীলবৃন্দ গণ বক্তব্য রাখেন।