মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

সকাল ৮টা ৪০ মিনিটের দিকে একটি ট্রেন আসে। ট্রেনটি কয়েকবার হর্ন দিলেও ওই ব্যক্তি তা খেয়াল করেননি। একপর্যায়ে ট্রেনে কাটা পড়ে তার দেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু |সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের চট্টগ্রামমুখী ডাউন লেনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম ইমন জানান, সকাল ৮টা ৪০ মিনিটের দিকে একটি ট্রেন আসে। ট্রেনটি কয়েকবার হর্ন দিলেও ওই ব্যক্তি তা খেয়াল করেননি। একপর্যায়ে ট্রেনে কাটা পড়ে তার দেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

তিনি আরো জানান, নিহত ব্যক্তি স্থানীয় বলে মনে হয়নি।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের সীতাকুন্ড ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক রাশেদ রানা বলেন, সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। তার গায়ে শীতের পোশাক এবং লম্বা চুল ও দাঁড়ি দেখে তাকে মানসিকভাবে ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। চট্টগ্রামগামী মেঘনা ট্রেনের ধাক্কায় তার মুখের অংশ থেঁতলে গেছে।

তিনি আরো জানান, লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।