আমিনুল ইসলাম মারুফী, গোপালপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইলের গোপালপুরে নদীতে গোসল করতে নেমে মোস্তফা শাহারিয়ার নিহাল (২২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের হাট বৈরান কুমারপাড়া এলাকার বৈরান নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহারিয়ার ঢাকার রামপুরা এলাকার বাসিন্দা ও আব্দুল লতিফের ছেলে। তিনি ব্রাক বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন বলে জানা গেছে।
এদিকে তার পৈতৃক নিবাস ভূঞাপুর উপজেলার নলুয়া গ্রামে। তবে পরিবারসহ নানার বাড়িতে (হাট বৈরান কুমারপাড়া) বেড়াতে এসেছিলেন নিহাল।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে নিহাল ও তার খালাতো ভাই জিসান নদীতে গোসল করতে নামেন। তবে সাঁতার না জানায় গোসলের একপর্যায়ে নিহাল পানিতে ডুবে যান। পরে গোপালপুর ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, এ নদীতে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে। অথচ গোসলে নামার আগে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেয়া হয় না।
প্রশাসনের কাছে নদীতে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন ও সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন তারা।