চকরিয়ার শাহারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবারো গ্রেফতার

চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দেয়ায় পর ফেরার পথে তাকে গ্রেফতার করে কক্সবাজারের ডিবি পুলিশের একটি টিম।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
নবী হোসেন চৌধুরী
নবী হোসেন চৌধুরী |নয়া দিগন্ত

কক্সবাজার চকরিয়ার আলোচিত শাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নবী হোসেন চৌধুরীকে আবারো গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

জানা যায়, চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে নিম্ন আদালতে হাজিরা দেয়ায় পর ফেরার পথে তাকে গ্রেফতার করে কক্সবাজারের ডিবি পুলিশের একটি টিম।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।