এনবিআর চেয়ারম্যান মো: আবদুর রহমান খান

গাড়ি আমদানিতে মোংলা বন্দরের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেয়া হবে

মোংলা বন্দরে পণ্য আমদানি-রফতানি বৃদ্ধি করতে সুযোগ সুবিধা বাড়াতে হবে। একই সাথে হয়রানি দূর করতে হবে। এ সময় ব্যবসায়ীদের তোলা নানা অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন এনবিআর চেয়ারম্যান।

Location :

Mongla
এনবিআর চেয়ারম্যান মো: আবদুর রহমান খান
এনবিআর চেয়ারম্যান মো: আবদুর রহমান খান |নয়া দিগন্ত

সেকান্দার আলী, মোংলা

‘মোংলা কাস্টমস হাউজের রাজ্বস্ব বৃদ্ধি করতে আর চট্রগ্রাম বন্দরের গাড়ির জট কমাতে গাড়ি আমাদানিতে মোংলা বন্দরের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেয়া হবে’ বলে জানিয়েছেন জাতীয় রাজ্বস্ব বোর্ড ( এনবিআর) এর চেয়ারম্যান মো: আবদুর রহমান খান।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে মোংলা কাস্টমস হাউজে কর্মরত কর্মকর্তা, সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট ও সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

আবদুর রহমান খান এ সময় আরো বলেন, ‘মোংলা বন্দরের সক্ষমতার তুলনায় ব্যবহার হচ্ছে খুবই কম। যেহেতু এখন ঢাকার সাথে সড়ক পথে মোংলা বন্দরের যোগাযোগ ভালো তাই গাড়িসহ সকল পণ্য আমদানি-রফতানিতে মোংলা বন্দরের ব্যবহার বাড়াতে ব্যবসায়ীদের পূর্ণাঙ্গ সহায়তা করবে কাস্টমস হাউজ ও জাতীয় রাজস্ব বোর্ড।

মতবিনিময় সভায় মোংলা কাস্টমস হাউজের কমিশনার ম: সফিউজ্জামান গেল ২০২৪-২৫ অর্থ বছরের রাজ্বস্ব আয় কমে যাওয়ার কারণ, কাস্টমস হাউজের নতুন ভবন এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ব্যবসায়ীদের নানা সমস্যা তুলে ধরেন মোংলা বন্দর সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো: মোশারফ হোসেন।

এ সময় মোশাররফ হোসেন জানান, মোংলা বন্দরে পণ্য আমদানি-রফতানি বৃদ্ধি করতে সুযোগ সুবিধা বাড়াতে হবে। একই সাথে হয়রানি দূর করতে হবে। এ সময় ব্যবসায়ীদের তোলা নানা অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন এনবিআর চেয়ারম্যান।

পরে এনবিআরের চেয়ারম্যান জানান, দেশের রাজ্বস্ব আয় বাড়াতে সকল প্রতিবন্ধকতা চিহ্ণিত করে ব্যবস্থা নেয়া হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- এনবিআরের কাস্টমস নীতি ও আইটি শাখার সদস্য( গ্রেট-২) মুহাম্মদ মুবিনুল কবীর, এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন সদস্য( গ্রেট-২) মো: মোয়াজ্জেহোসেনসহ এনবিআরের কর্মকর্তা এবং কমিশনার-কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কনিশনারেট খুলনা, কমিশনার-কাস্টমস এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারের খুলনা, কমিশনার-কর, কমিশনার,কর (আপিল) এবং সিঅ্যান্ডএফ ব্যবসায়ী মাসুদুর রহমান, ফরিদুল ইসলাম, তৌহিদুর জামান সুমন, ফারুক হোসেন ও নেওয়াজ হাসান।