জামায়াতে ইসলামী ঢাকা জেলার আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো: শহিদুল ইসলাম বলেছেন, ‘শিক্ষিত শ্রেণির মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। একইসাথে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে নিয়মিত গণপ্রতিরোধ ও জনসচেতনতা কর্মসূচি চালাতে হবে। এছাড়া তরুণদের মাঝে আদর্শিক চেতনা জাগ্রত করতে হবে এবং ন্যায় ও ইনসাফের বাংলাদেশ তৈরির লক্ষ্যে কাজ করে যেতে হবে।’
শুক্রবার (৮ আগস্ট) সকালে ঢাকা সাভার পৌরসভার একটি কলেজ অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী ঢাকা জেলার উদ্যোগে পেশাজীবী ও ওলামাদের নিয়ে গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালনকালে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শহিদুল ইসলাম বলেন, ‘স্বৈরাচারের পতনের মাধ্যমে এ দেশে ইসলামের বিজয়ের পথ সুগম হয়েছে। ইসলামের বিজয়ের ক্ষেত্রে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী ও ওলামাদের ভূমিকা ব্যাপকভাবে পালন করতে হবে। সকল অবস্থায় সত্যের পক্ষে কথা বলতে হবে। এছাড়া ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালানোর পাশাপাশি জাতীয় ঐক্যের জন্য চেষ্টা করতে হবে।’
এছাড়া স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনগণের আত্মত্যাগ ও সাহসী ভূমিকার প্রশংসা করে অর্জিত জুলাই গণঅভ্যুত্থান রক্ষা করার আহ্বান জানান তিনি।
জেলা কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী থানার আমির আসাদুজ্জামান জীমের সভাপতিত্বে এবং জেলা শূরা সদস্য ও ওলামা থানার আমির মাওলানা ড. খলিলুর রহমানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য ইমদাদুল হক, পেশাজীবী থানার সেক্রেটারি অ্যাডভোকেট রাশেদ কামাল, ওলামা পৌরসভার সভাপতি ডা: সাইফুল ইসলাম রফিক, মহানগরী উত্তরের দারুস সালাম থানার শূরা সদস্য ডা: রেজাউল করিম প্রমুখ।