বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা: জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় নানা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ জুন) শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি নেতা ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চান, হামিদুল হক চৌধুরী হিরু, তাহাউদ্দিন নাহিন, যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, স্বেচ্ছাসেবক দল সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, মহিলা দলের নেত্রী নাজমা আক্তার, আমিনুল হক দেওয়ান সজল, মিডিয়া সেলের সমন্বয়কারী কালাম আজাদ প্রমুখ অংশ নেন।
পরে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে হৃদরোগ প্রতিরোধে ডা: জোবায়দা রহমান রচিত সহায়ক পুস্তিকা বিতরণ করা হয়। এছাড়া সেখানে রোগীদের মাঝে খাদ্য বিতরণ, চিকিৎসাসেবা প্রদান ও বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ ডা: আ ন ম মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে একটি চিকিৎসক দল এসব কর্মসূচিতে অংশ নেন।
এছাড়া আলতাফুন্নেছা খেলার মাঠ, তারেক রহমান প্রতিষ্ঠিত শাকপালা পার্ক এ বৃক্ষরোপণ ও ডা: জোবায়দা রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।