নাটোরে ২০২২-২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া রাজশাহী শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের সদর উপজেলার মোট ৩৭ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফ আদনানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আসমা শাহীন এই ক্রেস্ট ও সনদ দেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাত আরা ফেরদৌস, জেলা শিক্ষা অফিসার মো: রোস্তম আলী হেলালি, সহকারি কমিশনার সদর (ভূমি) মো: ফরহাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজনিন সুলতানা, শিক্ষিকা জাসমিন আহমেদ, অভিভাবক সেলিনা আক্তার ও সানজিদা আক্তার জেমি।
বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়ন হলেও গুণগত মান তেমন পরিলক্ষিত হচ্ছে না। শুধু শিক্ষিত হলেই হবে না তাদেরকে নৈতিক ও সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ বর্তমান মেধাবী শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে, পরিবার, সমাজে এমন কি রাষ্ট্র বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, এর আগে ওই ৩৭ জনের মধ্যে এসএসসি পর্যায় ১০ হাজার এবং এইচএসসি পর্যায়ের ২৫হাজার করে টাকা মোবাইলের মাধ্যমে দেয়া হয়।