তারেক রহমান

রাজবাড়ী রেল ক্রসিংয়ে ওভারব্রিজ নির্মাণ করে বিআরটি প্রকল্পের সাথে সংযুক্ত করা হবে

গাজীপুর-২ আসনের দলীয় প্রার্থী এম মঞ্জুরুল করীম রনিকে জনতার সাথে পরিচয় করিয়ে দেয়ার সময় এসব কথা বলেন তিনি।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
গাজীপুর নির্বাচনী সমাবেশে তারেক রহমান
গাজীপুর নির্বাচনী সমাবেশে তারেক রহমান |নয়া দিগন্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাষ্ট্রক্ষমতায় এলে গাজীপুরে বহুমুখী শিল্প স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘গাজীপুর নগরীর রাজবাড়ী রোডের রেল ক্রসিংয়ে ওভারব্রিজ নির্মাণ করে বিআরটি প্রকল্পের সাথে সংযুক্ত করা হবে। এতে গাজীপুরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। পাশাপাশি গাজীপুরের খালগুলো পুনঃখনন ও দূষণমুক্ত করা হবে, শ্রমিকদের জন্য স্বল্পমূল্যের আবাসন ব্যবস্থা এবং হেলথ কার্ড চালু করা হবে।’

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ১২টায় নির্বাচনী সমাবেশে গাজীপুর-২ আসনের দলীয় প্রার্থী এম মঞ্জুরুল করীম রনিকে জনতার সাথে পরিচয় করিয়ে দেয়ার সময় এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘এ দেশের মানুষের জন্য বাস্তব কোনো কাজ করে থাকলে বিএনপিই করেছে।’

গাজীপুরকে দেশের অন্যতম শিল্পাঞ্চল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘গার্মেন্টস শিল্পে যেখানে শত শত নারী-পুরুষ কর্মরত, এই শিল্পের ভিত্তি গড়ে তুলেছেন বেগম খালেদা জিয়া ও বিএনপি।’

বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান স্বাধীনতা যুদ্ধের পূর্ববর্তী সময়ের স্মৃতিচারণ করে বলেন, ‘তিনি গাজীপুর রাজবাড়ীতে বাবা-মায়ের সাথে বসবাস করেছেন এবং রাজবাড়ী মাঠেই তার শৈশবের খেলাধুলার অনেক স্মৃতি জড়িয়ে আছে।’

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে এবং বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুলের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাহ উদ্দিন সরকার, জেলা বিএনপির আহ্বায়ক ও গাজীপুর-৫ আসনের প্রার্থী ফজলুল হক মিলন, গাজীপুর-৩ আসনের প্রার্থী ও কেন্দ্রীয় সুস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-৪ আসনের প্রার্থী শাহ রিয়াজুল হান্নান, গাজীপুর-১ আসনের প্রার্থী মজিবুর রহমান এবং গাজীপুর-২ আসনের প্রার্থী এম মঞ্জুরুল করীম রনিসহ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।