রংপুরের ২ আসনে জামায়াতের আজহারসহ ১৩ জনের মনোনয়ন বৈধ

বৃহস্পতিবার দুপুরে রংপুর ডিসির সম্মেলন কক্ষে আসনটির মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান ডিসি ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
এ টি এম আজহারুল ইসলাম
এ টি এম আজহারুল ইসলাম |সংগৃহীত

প্রথম দিনের যাছাই-বাছাইয়ে রংপুর-১ ও ২ আসনে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামসহ ১৩ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। দ্বৈত নাগরিকত্বের কারণে ১ নম্বর আসনে জাতীয় পার্টির প্রার্থী মনজুম আলীর মনোনায়নপত্র দাখিল করেছে রিটার্নিং কর্মকর্তা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে রংপুর ডিসির সম্মেলন কক্ষে আসনটির মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান ডিসি ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান। এই আসনে আটজনের মনোয়নন বৈধ হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা জানান, আসনটিতে নয়জন মনোনয়নপত্র দাখিল করেছে। এর মধ্যে যাচাই-বাছাইয়ে আটজনের মনোনয়ন বৈধ হয়েছে। জাতীয় পার্টির প্রার্থী মনজুম আলী হলফনামায় বাংলাদেশের পাশাপাশি যুক্তরাজ্যের নাগরিকত্বের তথ্য দিয়েছেন। সেকারণে আইন অনুযায়ী দ্বৈত নাগরিকের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নাই। তাই তার তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তার আপিলের সুযোগ আছে।

এ ব্যাপারে মনজুম আলী জানান, ‘মনোনয়ন ফরমে ক্ল্যারিক্যাল ইরর হয়েছে। সেকারণে আমার মনোনয়ন বাতিল করা হয়েছে। কিন্তু রিটার্নিং কর্মকর্তা বলেছিলেন সামান্য ত্রুটি হলে সেটা সেখানেই ঠিক করে দেয়ার সুযোগের কথা। কিন্তু অন্যদের দিলেও তারা আমাকে দেয়নি। আমি আপিল করবো। এবং মনোনয়ন ফিরে পাবো ইনশাআল্লাহ।’

এই আসনে বৈধ মনোনয়নের প্রার্থীরা হলেন— বিএনপির মোকাররম হোসেন সুজন, জামায়াতের রায়হান সিরাজী, গণঅধিকার পরিষদের হানিফুর রহমান, এনসিপির আল মামুন, ইসলামী আন্দোলনের এ টি এম গোলাম মোস্তফা, সমাজতান্ত্রিক দলের আহসানুল আরেফিন, ইসলামী ফ্রন্টের মো: আনাস, বাংলাদেশ খেলাফত মজলিসের মমিনুর রহমান।

রংপুর-১ আসনে গঙ্গাচড়া উপজেলার নয়টি ওয়ার্ড এবং রংপুর সিটি করপোরেশনের নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত। আসনটিতে ভোটার ৩ লাখ ৭৫ হাজার ২২৭ জন।

অন্যদিকে, বিকেলের যাচাই-বাছাইয়ে রংপুর-২ আসনে দাখিল করা পাঁচটি মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এতে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, বিএনপির সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার, জাতীয় পার্টির সাবেক এমপি আনিছুল ইসলাম মন্ডল, ইসলামী আন্দোলনের মাওলানা আশরাফ আলী এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের আজিজুর রহমান।

বদরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়ন, তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন এবং বদরগঞ্জ পৌরসভার নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত আসনটিতে ভোটার রয়েছে ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন।