বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা

সভায় বিগত ২ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন করা হয়।

Location :

Barishal

বরিশাল ব্যুরো

বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে বরিশাল সদর উপজেলার নিসর্গ পার্কে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওবায়দুর রহমান শাহীন।

বিশেষ অতিথি ছিলেন খুলনা মোটোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশিদুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হীরা।

সভায় বিগত ২ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম ও আর্থিক প্রতিবেদন উপস্থাপন ও অনুমোদন করা হয়।

পরে উপস্থিত অধিকাংশ সদস্যের মতামতের ভিত্তিতে আগামী ২ বছরের জন্য বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যকরী কমিটি গঠন করা হয়।