খালেদা জিয়ার স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাউবিতে পৃথক কর্মসূচি

জাতীয় ও উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) পৃথক কর্মসূচি পালিত হয়েছে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
খালেদা জিয়ার স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাউবিতে পৃথক কর্মসূচি
খালেদা জিয়ার স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাউবিতে পৃথক কর্মসূচি |নয়া দিগন্ত

জাতীয় ও উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) পৃথক কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি শুরু হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ করেন। একইসাথে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উভয়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো: লুৎফর রহমান ও প্রফেসর ড. মো: নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মো: জাফরুল আযম, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, ডিন (ভারপ্রাপ্ত), বিভাগীয় প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে একই দিনে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে এক শোকসভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় সভাপতিত্ব করেন বাউবির ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন স্মরণ করে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে তার অবদান এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তার ঐতিহাসিক ভূমিকা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

শোকসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাউবির সাবেক প্রো-ভিসি অধ্যাপক ড. এম এ বাশার। এছাড়া প্রো-ভিসি, ট্রেজারার, ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বক্তব্য রাখেন।

শোকসভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।