চুয়াডাঙ্গার জীবননগরে এনজিও ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ চার নারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরো দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের তাদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে, সোমবার দিবাগত রাতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয় তারা।
গ্রেফতাররা হলেন উপজেলার কুলতলা গ্রামের জিয়ারুল সরদারের স্ত্রী সাকিলা আক্তার পাখি (৪৪), আনারুর সরদারের স্ত্রী শিউলী
খাতুন (৩৭), কাশিপুর গ্রামের মোশারফ মিয়ার স্ত্রী সাহিদা খাতুন (৫২) ও তুহিন ইসলামের স্ত্রী জেসমিন আক্তার(৩৮)।
তারা সিও এনজিও সংস্থা থেকে ঋণ গ্রহণ করেছিলেন এবং পরবর্তীতে ঋণ-খেলাপী হওয়ায় তাদের বিরুদ্ধে আদালতে মামলা হয়।
গ্রেফতার অপর দু’জন হলেন উপজেরার সীমান্ত ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামের মেহেদী হাসান টিপুর ছেলে জুনায়েদ হোসেন
জনি (২৫) ও কাশিপুর ব্রিজপাড়ার কামাল হোসেনের ছেলে বিপ্লব হোসেন (৩০)।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হাসেন বিশ্বাস বলেন, আসামিদেরকে আদালতের গ্রেফতারি পরোয়ানা মূলে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরের তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।